নড়াইল

এসএসসি পরীক্ষার্থীর হাত-পায়ের রগ কাটার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

নড়াইল সদর উপজেলায় আরিয়ান মোল্লা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর হাত ও পায়ের রগ কাটার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার (৮ডিসেম্বর) নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর দেহরক্ষী তুষার শেখ (৩৫), রয়েল শেখ (৩২), শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমানা পারভিন কেয়া (৩৮), কেয়ার বাড়ি গৃহপরিচারিকা নিশি (৩০), তার ছেলে মোস্তাইন হাবিব এলহান (২০), আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম পলাশ (৪২), ।

আরও পড়ুন: শিক্ষিকার মেয়ের সঙ্গে প্রেম, হাত-পায়ের রগ কেটে দেওয়া হলো কিশোরের

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে এসএসসি পরীক্ষার্থী আরিয়ান মোল্লার বাড়ি থেকে অভিযুক্তরা তাকে জোরপূর্বক নিয়ে যায়। পরে সদরের কাড়ার বিলে মুক্তর মাছের ঘের পাড়ে শিক্ষার্থী আরিয়ানের হাত-পায়ের রগ বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। আহত অবস্থায় আরিয়ান নিজেই অটোরিকশা করে নড়াইল সদর হাসপাতালে পৌঁছায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আরিয়ানকে যশোরে পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর দাদি বাদি হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

হাফিজুল নিলু/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।