গণমাধ্যম

হবিগঞ্জে প্রবীণ সাংবাদিক নোমান চৌধুরীর ইন্তেকাল

হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক নোমান চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। বিকেলে নামাজের জানাজা শেষে তাকে সদর উপজেলার দড়িয়াপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। তিনি দৈনিক আজাদের সাবেক স্টাফ রিপোর্টার ছিলেন। পরবর্তীতে তিনি নিজ জেলা হবিগঞ্জে এসে দৈনিক প্রভাকর নামে একটি পত্রিকা প্রকাশ করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ওই পত্রিকার সম্পাদনা ও প্রকাশকের দায়িত্ব পালন করেছেন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে হবিগঞ্জে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দেখার জন্য শহরের মাস্টারকোয়ার্টার এলাকায় তার বাসায় ছুটে যান।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি