দেশজুড়ে

নৌকার প্রার্থীর বিরুদ্ধে রাতে মামলা, সকালে জামিন

গ্রেফতারি পরোয়ানা জারির পর জামিন পেয়েছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় করা মামলায় নির্ধারিত দিনে হাজির না হওয়ায় বুধবার (৩ জানুয়ারি) রাতে নৌকার প্রার্থী আব্দুল হাই, শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাসের আদালত। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে একই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা মঞ্জুর করা হয়। একই সময় সংসদ সদস্য আব্দুল হাইয়ের বিরুদ্ধে করা আরও একটি মামলায় জামিন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ আদালতের সরকারি কৌঁসুলি ইসমাইল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান এমপি আব্দুল হাইয়ের সমর্থকরা ভাটই বাজারে দেশীয় অস্ত্র নিয়ে গত ১০ ডিসেম্বর মহড়া দেন। একই মাসের ১২ তারিখে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনসহ তার কর্মী-সমর্থকরা। এটা নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এ তিনজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয় আদালতে। সেই মামলার শুনানির নির্ধারিত দিন তারা হাজির হননি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

এ বিষয়ে শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনি প্রক্রিয়াতেই আমরা জামিন পেয়েছি।

আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতে তা উপস্থাপন করার পর বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম