দেশজুড়ে

২০১৮ সালের অগ্নিকাণ্ডের প্রতিবেদন এখনো অনুমোদন হয়নি

নারায়ণগঞ্জের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে রাখা পুড়ে যাওয়া মালামালে আগুন লেগেই দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পূর্বের তদন্ত কমিটি প্রতিবেদন এখনো অনুমোদন পায়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সাংবাদিকদের এসব কথা জানান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০১৮ সালের ২৩ নভেম্বর বিআইডব্লিউটিএর এ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। সেসময় প্রায় শতকোটি টাকার ক্ষতি হয়। সেই সঙ্গে পুড়ে যাওয়া পাইপগুলো গুদামে স্তুপ করে রাখা হয়েছিলো। শনিবার সেই স্তুপকৃত পাইপগুলোতেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ঘাসের মতো শুষ্ক কিছু থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যেহেতু পূর্বের ঘটনার ধ্বংসাবশেষ এখানে রাখা ছিল, আমার মনে হচ্ছে এটা একটা দুর্ঘটনা মাত্র। এটা নাশকতা মূলত কোন কিছু না। তবে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন সাপেক্ষে এ বিষয়টা বলা যাবে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, গতবারের অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির প্রতিবেদন এখনো অনুমোদন পায়নি। সে কারণে বিগত ঘটনার ধ্বংসাবশেষ এখানে রাখা হয়েছিলো। এ ঘটনায় নতুন করে আবারও তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যতটুকু আমার কাছে মনে হয়েছে পাইপগুলো প্লাস্টিকের হওয়ায় আগুন লাগলে সেটা নেভানো সম্ভব নয়। প্লাস্টিকের পাইপগুলো একেবারে পুড়ে গেলেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আমার ধারণা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফ আহমেদ মোস্তফা বলেন, গুদাম ঘরের ভেতরে আমাদের সিসিটিভির নিরাপত্তাটা বেশি জরুরি। বাহিরে কোন সিসিটিভি ক্যামেরা ছিল কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। যদি সিসিটিভি থাকে তাহলে ক্যামেরার ফুটেজ তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন: তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি বিআইডব্লিউটিএর আগুন

ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, পুড়ে যাওয়া পাইপগুলো এখানে স্তুপ করে রাখা হয়েছিলো। সেই স্তুপেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। পাইপগুলো প্লাস্টিক হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দুপুর ১টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বিআইডব্লিউটিএর গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিলো। ফায়ায় সার্ভিসের ৯টি ইউনিটের ৫৪ সদস্য আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/এমএস