নারায়ণগঞ্জ
তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি বিআইডব্লিউটিএর আগুন
তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও এখনো নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর গুদামে লাগা আগুন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শহরের খানপুর এলাকার গুদামের মজুত করা প্লাস্টিক পাইপে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ৫৪ জন সদস্য কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।
বিআইডব্লিউটিএর কর্মচারী মজল জাগো
নিউজকে বলেন, দুপুরে নদী থেকে ধোঁয়া দেখি। গোডাউনে এসে দেখি অনেক বড় আগুন লেগেছে। যা পানি দিয়ে নেভানো সম্ভব ছিল না। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ২০১৮ সালের ২৪ নভেম্বরে এখানেই আগুন লেগেছিলো। সেসময় পুড়ে যাওয়া পাইপগুলো এখানে স্তুপ করে রাখা হয়েছিলো। সেই স্তুপেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। পাইপগুলো প্লাস্টিক হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।
মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জেআইএম