নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড

ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে আগুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় জেলা প্রশাসক মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি বিআইডব্লিউটিএর আগুন

পরিদর্শনকালে কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশা করছি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। এর আগেও এখানে আগুন লেগেছিলো। সেই পুড়ে যাওয়া পাইপগুলোতেই আগুন লেগেছে। আমরা প্রাথমিকভাবে বিষয়টিকে নাশকতা হিসেবে দেখছি না।

ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে আগুন

এর আগে দুপুর ১টায় শহরের খানপুর এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ৫৪ জন সদস্য কাজ করছে। বিকেল ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।