দেশজুড়ে

পাহাড়ি দুই সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলি, নিহত ২

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে জানা গেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুপকারি ইউনিয়নের মোরঘোনা গ্রামের আশীষ চাকমা আশুক্যা (৪৫) ও সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামের দীপায়ন চাকমা (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আশীষ ও দীপায়ন সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় কয়েকজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইউপিডিএফ বাঘাইছড়ি উপজেলার সংগঠক আর্জেন্ট চাকমা এ ঘটনায় জেএসএসের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন। তিনি বলেন, তারা আমাদের কর্মীদের লক্ষ্য করে ইচ্ছে করে গুলি চালায়।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস