দেশজুড়ে

গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় দুই স্কুল ছাত্রের মৃত্যু

 

জামালপুরের সদর উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সিনাথ (১৩) ও কাকন (১৫) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজ বাজার থেকে বাড়ি ফেরার পথে কাচারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সিনাথ উপজেলার শরিফপুর ইউনিয়নের ভেলা পিঙ্গলহাটি গ্রামের সুমন টিকাদারের ছেলে। সে উপজেলার হাসিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

কাকন শাহবাজপুর কাচারি পাড়া এলাকার সোহেল রানার ছেলে এবং শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিনাথ তার বন্ধু কাকনকে নিয়ে শাহবাজপুর বাজারে ঘুরতে যায়। বাড়িতে বকাঝকা করতে পারে মনে করে বেশি গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এসময় শাহবাজপুর বাজারের অদূরে কাচারি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কড়ই গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জাগো নিউজকে বলেন, দুই পরিবারের কারও কোনো অভিযোগ নেই। তাই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/এনআইবি/এমএস/এএসএম