আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে টিকে গ্রুপ। মাসব্যাপী এ কার্যক্রম চলবে। ফলে ক্রেতারা নির্ধারিত জায়গা থেকে এসব পণ্য কিনতে পারবেন।
রোববার (১০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে এ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। পর্যায়ক্রমে রাজধানীর আরও কয়েকটি স্থানসহ সারাদেশে ২০টির মতো জায়গায় এ কার্যক্রম শুরু হবে।
শুরুতেই টিকে গ্রুপের প্রতিনিধি বলেন, টিকে গ্রুপের পক্ষ থেকে প্রতিবছর রমজানের আগে তেল, আটা, ময়দা, সুজি, ডাল, দুধসহ বেশকিছু পণ্য সাশ্রয়ী দামে বিক্রয় করা হয়। মাসব্যাপী সারাদেশে এ কার্যক্রম চলমান থাকবে। বর্তমান দেশের ২০-২২ টি জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অধিদপ্তরের মহাপরিচালক তাঁর বক্তব্যের শুরুতে মহতি এই উদ্যোগের জন্য টিকে গ্রুপ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে রমজান উপলক্ষে শত শত পণ্যে ছাড় দেওয়া হয়।
তিনি আরও বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় অধিদপ্তরের পক্ষ থেকে করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি সাশ্রয়ী দামে ভোগ্যপণ্য বিক্রয়ের আহ্বান জানানো হয়। এ আহ্বানে সাড়া দিয়ে টিকে গ্রুপ প্রায় ৫০টির অধিক ভোগ্যপণ্য সাশ্রয়ী দামে বিক্রির যে উদ্যোগ নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই।
এনএইচ/এমএএইচ/জিকেএস