দেশজুড়ে

হবিগঞ্জে সড়ক অবরোধ করে মানববন্ধন

তালিকাভূক্ত নকল নবিসদের (এক্সট্রা মোহরার) চাকরি জাতীয়করণের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা সাবরেজিস্ট্রার অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীরা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদফতরের নকল নবিসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। তাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মো. শামছুল আলম রুয়েলের পরিচালনায় এতে বক্তৃতা করেন নকল নবিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা স্বপন গোপ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, মো. দরবেশ আলী, শাহজাহান আহমেদ, নূর আলম, তপন দাশ, মীর নেওয়াজ মোর্শেদ, মহিউদ্দিন, আমিনুল ইসলাম মিশু, রুবেল মিয়া ও আছমা আক্তার প্রমুখ। বিক্ষোভ চলাকালে রাস্তার দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/ এমএএস/পিআর