দেশজুড়ে

বগুড়ায় বিভিন্ন মামলায় ৮ জন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও শেরপুর উপজেলায় ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুপচাঁচিয়ায় অপহরণ মামলার আসামিসহ ছয়জন, নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত একজন এবং শেরপুরের এক যুবক রয়েছে। দুপচাঁচিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, পৃথক অভিযান চালিয়ে সোমবার বিকেল পর্যন্ত অপহরণ মামলার আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার মধ্যপালনা গ্রামের আব্দুর রহমান, মেঘা গ্রামের সেরাজুল ইসলাম সেলিম, কইল গ্রামের বাবু সর্দার, জিয়ানগরের পোচা সর্দার, মাস্টারপাড়ার রবিউল ইসলাম ও পোলাপাড়ার মোর্শেদ। এদের মধ্যে মোর্শেদ অপহরণ মামলার আসামি। আর বাকি পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।নন্দীগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারী জানান, দুপুরে অভিযান চালিয়ে অর্থঋণ আদালতের মামলায় ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামি আজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। আজাহার উপজেলার চাকলমা গ্রামের মৃত মোজাবত আলীর ছেলে।শেরপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম জানান, বিকেলে শেরপুরে ইয়াবাসহ বাবু মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বাবু মিয়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বোংগা গ্রামের মো. ফটিকের ছেলে। তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।এআরএ/পিআর