পার্বত্য খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম ৩টি কেন্দ্রে নির্বাচনী কাজে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। লক্ষীছড়ি উপজেলা নির্বাচন অফিস দুর্গম তিনটি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।কেন্দ্রগুলো হলো, উপজেলা সদর থেকে ১৮ কি: মি: দূরে লক্ষীছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কি: মি: দূরের বর্মাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজাছড়ি ইউনিসেফ পাড়া কেন্দ্র। এছাড়াও উপজেলা সদর থেকে প্রায় ২৫ কি: মি: দূরে অবস্থিত পেক্কুয়া পাড়া ৯নং ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র।লক্ষীছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, লক্ষীছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯৪৩ জন এবং নারী ভোটার ৮ হাজার ৪০২ জন। লক্ষীছড়ি ইউনিয়নে ৭ হাজার ৮৬৩ জন, দুল্যাতলী ইউনিয়নে ৪ হাজার ৯১৬ জন এবং বর্মাছড়ি ইউনিয়নে ৪ হাজার ৫৬৬ জন ভোটার রয়েছে।প্রসঙ্গত, লক্ষীছড়ি উপজেলার তিনটি ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। পায়ে হেঁটে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। ভোটগ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্টদের যাতায়াতের সুবিধার্থে বরাবরই হেলিকপ্টার ব্যবহার হয়ে আসছে।মুজিবুর রহমান ভুইয়া/ এমএএস/এবিএস