আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে মাদারীপুরের কালকিনিতে তিন ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৩০), রাজিব হোসেন (৩২) ও রিয়াজ হাওলাদার (৩০)। তারা বরিশালের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। খবর পেয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুই ঘণ্টা অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস জাগো নিউহজকে বলেন, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এনআইবি/এএসএম