পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রোববার বেলা পৌনে ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার বাইল্যাছড়ি পৌর টোল আদায় গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সুখেন্দ্র ত্রিপুরা (৪৫) ও জয়ন্ত ত্রিপুরা (২৫)। নিহতদের দু`জনই গুইমারা উপজেলার কুন্তিচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাটিরাঙ্গা বাজার থেকে এক যাত্রী নিয়ে গুইমারা যাচ্ছিল ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জয়ন্ত ত্রিপুরা। বাইল্যাছড়ির পৌরসভার টোল আদায় গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে দুইজনই ঘটনাস্থলে নিহত হন। এ সময় সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকার পর মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সড়কটি যান চলাচলের উপযোগী করে। এদিকে, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনার পর পরই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান পিএসসিজি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা নিহতদের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে জানিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্পাঠানো হয়েছে।মুজিবুর রহমান ভুইয়া/এসএস/আরআইপি