পাহাড় যে কোনো বাধা নয় তা প্রমাণ করে দেখালেন পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান। তথ্য প্রযুক্তির ছোঁয়ায় পাহাড়ের দুর্গমতাকে অতিক্রম করে এবার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দফতরের পুরস্কার লাভ করেছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। তিন দিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে রোববার চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের হাত থেকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করেন প্রযুক্তি প্রেমী বিএম মশিউর রহমান। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পাহাড় যে পিছিয়ে নেই এ পুরস্কার তার উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন ডিজিটাল আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ডিজিটালাইজেশন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পথ দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আখতার ছাড়াও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে তথ্য ও প্রযুক্তিতে মাইলফলক অবদান রাখায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান খাগড়াছড়ির শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তার আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা এ বছর খাগড়াছড়িতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী অফিস ও শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার নির্বাচিত হয়েছে। মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর