ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে কুষ্টিয়ার ভেড়ামারায় আপন দু’ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এরমধ্যে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বড়ভাই ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান (৬৮)। আর মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছে ছোট ভাই মিজানুর রহমান (৬২)।নিহতরা দুজনই বিএনপির সমর্থক বলে জানা গেছে। সম্প্রতি শেষ হওয়া মোকারিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম এবং বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম শ্যামলের মামা।সোমবার রাত ৯টার দিকে ভেড়ামারার ফকিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোটে অংশ নিয়েছিলেন প্রার্থীর মামা ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বড় ভাই মজিবর রহমান (৬৮) ও ছোট ভাই মিজানুর রহমান (৬২)। রাত ৯টার দিকে ফকিরাবাদ রনি জামে মসজিদে ঈশার নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন দুভাই।এ সময় পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী ধারালো এবং ভারী অস্ত্র দিয়ে দুই ভাইকেই উপর্যুপরি কোপায়। ঘটনাস্থলেই নিহত হন বড়ভাই মজিবর রহমান। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ছোট ভাই মিজানুর রহমানকে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে দুজনকে কুপানো হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পুলিশ প্রকৃত ঘটনা উৎঘাটন করে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।আল-মামুন সাগর/বিএ