বগুড়ার শাজাহানপুরে সিমেন্টবোঝাই ও পাথরবোঝাই দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইলের উত্তরে রাজিত পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিমেন্টবোঝাই ট্রাকের ড্রাইভার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গুচ্চগ্রামের চাঁন মিয়ার ছেলে তারা মিয়া (৩২)। আহত দুইজন পাথরবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতার শেষে ট্রাক দুইটি আটক করেছে। শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হাকিম জানান, ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৭৯৪) ও বগুড়াগামী প্রিমিয়ার সিমেন্টেবোঝাই অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১৫৭০) ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইলের উত্তরে রাজিত পাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিমেন্টবোঝাই ট্রাকের ড্রাইভার তারা মিয়া চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপর পাথরবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাক দুইটি থানায় আটক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মহাসড়কের এক পার্শ্ব বন্ধ করে দিয়ে রাস্তা সংস্কারের কাজ চলছিল। কিন্তু সে সময় সিগন্যাল দেয়ার কোনো লোক ছিল না। মহাসড়ক সংস্কার কাজে নিয়োজিতদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক অ্যাসিটেন্ট মহিদুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের সিগন্যাল দেয়া হয়েছিল।এআরএ/এবিএস