অভিষেক বচ্চন এবার মুম্বাই পুলিশের সঙ্গে কাজ করা শুরু করলেন। না, অভিনয় ছেড়ে দিয়ে নয়, ভারতের মটর সাইকেল আরোহীদের সচেতন করতে মুম্বাই পুলিশের সঙ্গে এক র্যালিতে যোগ দেন ‘ধুম’খ্যাত বলিউডের এ তারকা। র্যালিতে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, ভারতের সকল মটর সাইকেল আরোহীদেরই হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলা উচিত। শুধু মটর সাইকেলের চালকই নয়, তার সঙ্গে সিটে বসা যাত্রীরও উচিত হেলমেট ব্যবহার করা। - টাইমস অব ইন্ডিয়া