অর্থনীতি

দুই ব্যাংক কর্মকর্তার শাস্তির আবেদন নাকজ

মিথ্যা প্রতিবেদন তৈরি কারার দায়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই ব্যাংক কর্মকর্তার শাস্তির আবেদন নাকজ করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে উপ-পরিচালক পদের দুই কর্মকর্তার শাস্তির আবেদন নাকজ করে দেয়া হয়। একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।দুই কর্মকর্তা হলেন- বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার উপ-পরিচালক আবুল কালাম আজাদ এবং আব্দুল কুদ্দুস খান।সূত্রে জানা যায়, বেসরকারি আল-আরাফা ইসলামি ব্যাংক এবং রাষ্ট্রয়ত্ব বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই গ্রাহকের পক্ষে মিথ্যা সিআইবি রিপোর্ট দিয়েছিল। তাদের এই রিপোর্টের মাধ্যমে দুই গ্রাহক দুই ব্যাংক থেকে বড় অংকের ঋণ তুলে নেয়।