কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে পুড়ে আমিনা খাতুন (৫৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা এলাকার রেল লাইনের পাশে গড়ে ওঠা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বৃদ্ধা আমিনা খাতুনের ঘরে আগুন লাগলে ঘর পুড়ে ভষ্মিভূত হওয়ার সাথে সাথে তিনিও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তবে কিভাবে তার ঘরে আগুন লেগেছে তা জানা না গেলেও চলন্ত পথচারীদের বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা। নিহত আমেনা খাতুন ওই এলাকার মৃত আনছার আলীর স্ত্রী।