দীর্ঘদিন জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করা মো. রশিদুজ্জামান সেরনিয়াবাতকে বদলি করা হয়েছে।
তাকে চলতি দায়িত্ব থেকে সরিয়ে বান্দরবান জেলা স্টেডিয়ামের প্রশাসক করা হয়েছে।
আজ (সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই বদলি আদেশ জারি করা হয়।
রশিদুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক।
আরআই/আইএইচএস/