কুষ্টিয়ায় শ্রমিক হত্যার দায়ে মইনুল হক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত রেজা মোহম্মদ আলমগীর এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৪ জানুয়ারি রাত ৮টার দিকে কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীর একটি ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক রফিকুল ইসলাম টিফিন খাবার জন্য বাহিরে আসেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা চারজন রফিকুলকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পরের দিন সদর উপজেলার স্বস্তিপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পার্শ্বে রফিকুলের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে রফিকুলের মরদেহ ময়নাতদন্ত শেষে রফিকুলের বাবা চারজনকে আসামি করে ৫ জানুয়ারি ২০০৬ তারিখে কুষ্টিয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মইনুল হকের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর এজাহারভুক্ত চার আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।আল-মামুন সাগর/এআরএ/এবিএস