চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালি সংগ্রাম পরিষদ। রোববার দুপুরে পার্বত্য বাঙ্গালি সংগ্রাম পরিষদের প্রেস সচিব মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রামে দাতাগোষ্ঠি ইউনিডিপির ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধ এবং পানছড়ি থেকে অপহৃত মোটরসাইকেল চালকের সন্ধান দাবি করা হয়।রোববার ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যা বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণ পাহাড়ি সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে। মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর