দেশজুড়ে

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে ও পানছড়ির উল্টাছড়ি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক নিখোঁজ আলী হোসেনের উদ্ধারসহ ৭ দফা দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ‘পার্বত্য বাঙ্গালি সংগ্রাম পরিষদ’র ডাকে এ হরতাল চলছে বলে জানা গেছে।হরতালের কারণে সকাল থেকেই খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলার হাট-বাজারে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে। হরতালের সমর্থনে জেলাসদরসহ বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে পিকেটিংয়ের খবর নিশ্চিত করেছেন পার্বত্য বাঙ্গালি সংগ্রাম পরিষদের প্রেস সচিব মো. ওমর ফারুক।হরতারকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনও পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।পানছড়ির উল্টাছড়ি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক নিখোঁজ আলী হোসেনের সন্ধানে পানছড়ি-খাগড়াছড়িসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির অতিরিক্তি পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন।প্রসঙ্গত, রোববার (৮ মে) ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম থেকে চারটি ব্রিগেড ছাড়া সকল সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা এবং পানছড়ির উল্টাছড়ি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক নিখোঁজ আলী হোসেনের উদ্ধারের দাবিতে ‘পার্বত্য বাঙ্গালি সংগ্রাম পরিষদ’ এ হরতালের ডাক দেয়।মুজিবুর রহমান ভুইয়া/এসএস/আরআইপি