দেশজুড়ে

খাগড়াছড়িতে বাসচাপায় শিশু নিহত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙায় বাসচাপায় সুমাইয়া আকতার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙা পৌরসভার বাইল্যাছড়ি মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আকতার বাইল্যাছড়ির মো. আবু জাফরের একমাত্র মেয়ে। সে মাটিরাঙা দারুচ্ছুন্নাহ মাদরা ও হেফজ খানার প্রথম শ্রেণির ছাত্রী।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাইল্যাছড়ি মাদরাসার সামনে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দ্রুতগতির শান্তি পরিবহনের (চট্টমেট্টো-থ-১১-০২২৩) একটি বাস সুমাইয়াকে চাপা দিলে সে ঘটনা স্থলেই নিহত হয়। শিশুটিকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যাবার সময় গুইমারা থানা পুলিশ ঘাতক বাস ও এর চালক মো. রুবেল হোসেনকে (২৬) আটক করেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাইাল্যাছড়ি এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কে গাছ ও টেবিল-চেয়ার ফেলে সড়ক অবরোধ করে। এসময় তারা শান্তি পরিবহনের বেশ কয়েবকটি বাস ভাঙচুর করে। এতে সড়কজুড়ে ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর মাটিরাঙা জোনের সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস