আন্তর্জাতিক

আসছে রকেট বিধ্বংসী রুশ ক্ষেপণাস্ত্র

আসছে রকেট বিধ্বংসী রুশ ক্ষেপণাস্ত্র

রাশিয়ায় দুই বছরের কম সময়ের মধ্যে ক্ষেপণান্ত্র প্রতিরক্ষায় ব্যবহৃত রকেট ধ্বংসে সক্ষম  ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। রুশ কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার লে.জেনারেল সের্গেই কারাকাইয়েভ এ কথা জানিয়েছেন। আরএস-২৬ নামে পরিচিত এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত গোপনে নির্মাণ করা হচ্ছে এবং এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। অবশ্য সের্গেই কারাকাইয়েভ জানান, আরএস-২৬’র পরীক্ষা আগামি বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। ২০১৬ সালের মধ্যে এ ক্ষেপণাস্ত্রকে যুদ্ধে ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে জানান তিনি। ভ্রাম্যমান মঞ্চ থেকে উৎক্ষেপণযোগ্য আরএস-২৬ ক্ষেপণাস্ত্রে নিরেট জ্বালানি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। আরএস-২৬’এর নকশা তৈরি করেছে মস্কো ইন্সটিটিউট অব থার্মাল টেকনোলজি। এটি `রুবেহ্‌` বা `আভাগ্রাদ` কোড নামে পরিচিত। রাশিয়ার আরআইএ নভোস্তি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এ পর্যস্ত চার দফা আরএস-২৬’র পরীক্ষা চালানো হয়েছে এবং এর মধ্যে তিনটিই সফল হয়েছে।

Advertisement