তথ্যপ্রযুক্তি

নতুন বাইক আনছে রয়্যাল এনফিল্ড

রয়্যাল এনফিল্ড বিশ্বের অন্যতম জনপ্রিয় বাইক সংস্থা। এই বাইকের জনপ্রিয়তা শুধু এখন নয় এর সূচনালগ্ন থেকেই তরুণ থেকে বৃদ্ধ সবার পছন্দের তালিকায় শীর্ষে ছিল। এবার রয়্যাল এনফিল্ড আনতে চলেছে একটি নতুন ৪৪৩ সিসির বাইক। যার নাম রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০।

রয়্যাল এনফিল্ড বাইকের দুটি ভ্যারিয়ান্ট এনেছে। রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০-এর ডিজাইন অনেকটাই স্ক্র্যাম ৪১১-এর মত। এতে একটি গোলাকার হেডলাইট রয়েছে, বড় আকারের জ্বালানি ট্যাঙ্ক এবং স্লিম টেল সেকশন রয়েছে যা বাইকটিকে একটি উৎকৃষ্ট লুক দিয়েছে।

একটি ট্রেল এবং অন্যটি ফোর্স ভ্যারিয়েন্ট। স্ক্র্যাম ৪৪০ বাইকে সংস্থা একটি নতুন ৪৪৩ সিসির এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন এনেছে। বাইকের ইঞ্জিনে ২৫.৪ বিএইচপি শক্তি এবং ৩৪ এনএম টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটি একটি ৬ স্পিডের গিয়ারবক্সের সঙ্গে মিলিয় করা হয়েছে, আর এর মাধ্যমেই গিয়ারবক্সের মাধ্যমে স্ক্র্যাম ৪৪০ বাইকটি দুর্দান্ত ট্যুরিং বাইক হয়ে উঠেছে। দীর্ঘ দূরত্বের যাত্রাপথের জন্য এই বাইকটি অত্যন্ত উপযুক্ত।

ভারতীয় বাজারে ট্রেল ভ্যারিয়ান্টের দাম ২ লাখ ৮ হাজার রুপি। অন্যদিকে ফোর্স ভ্যারিয়ান্টের দাম ২ লাখ ১৫ হাজার রুপি। ভয় ভ্যারিয়ান্টের মধ্যে দামের অনেক ফারাক। এছাড়াও নতুন আরও বেশ কয়েকটি মডেলের বাইক এ বছর বাজারে আনার পরিকল্পনা করছে সংস্থা।

আরও পড়ুনএক চার্জে ১৫০ কিলোমিটার চলবে রয়্যাল এনফিল্ডের ই-বাইকবাইক কিনেই কেন সার্ভিসিং করানো জরুরি

সূত্র: জিগ হুইলস

কেএসকে/জেআইএম