বলিউডের আলোচিত নায়িকা রাখি সাওয়ান্ত অনেকদিন ধরে খবরে নেই। এবার তিনি ‘পাকিস্তানিদের ভালোবাসি’ বলে সংবাদের শিরোনাম হয়েছেন। তিনি কি কারণে এমন কথা বলেছেন এ নিয়ে এখন ব্যাপক চর্চা হচ্ছে।
জানা গেছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তিনি নাকি পাকিস্তানের বউমা হচ্ছেন। এমন কথা রাখি নিজেই জানিয়েছেন।
ঠিক কী বলেছেন রাখি? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম, ওদেরও নজরে পড়েছিল কীভাবে আগের বিয়েগুলোর জন্য আমাকে হেনস্তা করা হয়। আমি অবশ্যই প্রস্তাবগুলোর মধ্যে একটিকে বেছে নেবই। আমি পাকিস্তানিদের ভালোবাসি। এবং আমার এখানে ফ্যানও প্রচুর।’
রাখির এ কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সবার মনে প্রশ্ন জেগেছে, কাকে বিয়ে করছেন রাখি? তার মন নাকি জয় করেছেন পাকিস্তানের পুলিশ অফিসার ডোডি খান। আর তা নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলছেন, ‘বিয়ে হবে পাকিস্তানেই। ইসলামিক প্রথা মেনে। তবে রিসেপশন হবে ভারতে। আর আমরা হানিমুনে সুইজারল্যান্ড অথবা নেদারল্যান্ডসে যেতে পারি।’ বিয়ের পর দুবাইয়েই তারা স্থায়ী হবেন বলে জানান এ নায়িকা।
রাখি যদি বিয়ে করেন, তাহলে এটা হবে তার তৃতীয় বিয়ে। এর আগে আদিল খান দুরানি ও রীতেশ রাজ সিংকে বিয়ে করেছিলেন। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন এ বলিউড তারকা। কিন্তু এক বছরের আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়।
আরও পড়ুন:
দুবাইয়ে ট্রেনিং একাডেমি খুলছেন রাখি সাওয়ান্ত এবার পর্ন ছবিতে রাখি সাওয়ান্ত!রাখির অভিযোগ, ভায়গ্রাজাতীয় ওষুধ খায় আদিল। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। রাখির অভিযোগ, মধুচন্দ্রিমায়ও আদিলের বিকৃত আচরণের শিকার হয়েছেন তিনি। রাখি জানান, তার বেশ কয়েকটি নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এদিকে আদিলের আগে ‘বিগ বস ১৫’ চলাকালীন রীতেশকেও বিয়ে করেছিলেন রাখি।
এমএমএফ/এমএস