বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্বনির্ধারিত জনসভাস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে গাজীপুরে ২০ দলীয় জোটের হরতাল চলছে।অন্যদিকে হরতালের আগের রাতে (শুক্রবার রাত) বিএনপি নেতাদের বাসায় বাসায় ব্যাপক তল্লাসি চালিয়েছে পুলিশ। এছাড়া টঙ্গী বিএনপি অফিসে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ সব আসবাব পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওসি।এ দিকে, হরতালে নাশকতা ঠেকাতে গাজীপুরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটে বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।