বিনোদন

গীতাপাঠ করছেন উরফি, নিজ ধর্মের কাউকে বিয়ে করবেন না

অদ্ভুত ডিজাইনের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতীয় মডেল-অভিনেত্রী হয়েছেন উরফি জাবেদ। অনেকেই তার এ ফ্যাশনকে বিকৃত রুচির বহিঃপ্রকাশ বলেছেন। কিন্তু কারো কথা তিনি মোটেই গায়ে মাখেননি। পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য দিয়েও আলোচনা-সমালোচনায় আসেন এ অভিনেত্রী।

সমালোচনার পাশাপাশি উরফিকে নেটিজেনদের একাংশ প্রশংসাও করেছেন। কেউ কেউ তাকে এমন পোশাক পরার জন্য সাহসী নারী বলেও আখ্যা দিয়েছেন। সম্প্রতি নিজের জীবন নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন তিনি। উরফি জানান, জ্ঞান অর্জনের জন্য তিনি গীতাপাঠ করছেন। আগামীতে নিজের ধর্মের কোনো পুরুষকেও বিয়ে করবেন না তিনি। জানা গেছে, এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন উরফি জাভেদ। তারা বাবা ছিলেন ভীষণ ধর্মপ্রাণ মানুষ। এজন্য তাকে কেউ কেউ বেশ রক্ষণশীল মানুষও বলতেন। উরফির বয়স যখন ১৭ বছর তখন তার বাবা মারা যান।

রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন উরফি। ছবি: সংগৃহীত

উরফি জানিয়েছেন, তার নিজের ধর্মে নাকি কোনো স্বাধীনতা নেই। স্বাধীন জীবনযাপন করা, স্বাধীনভাবে উপার্জন, এমনকি কাকে তিনি বিয়ে করবেন- সেটা ঠিক করারও নাকি তার অধিকার নেই! তাই তিনি যখন প্রথম খোলামেলা পোশাকে নিজেকে প্রকাশ করেছিলেন, তার সম্প্রদায়ের লোকজন প্রথম ধিক্কার জানিয়েছিল। ‘বিগ বস’র একটি পর্বেও এমনটি বলেছিলেন উরফি।

আরও পড়ুন: উরফির পোশাক দেখে চমকে গেলেন সানি লিওন উরফির বিরুদ্ধে পুলিশের কাছে আইনজীবীর লিখিত অভিযোগ

বাবার ধর্মীয় রক্ষণশীলতা দেখেছেন উরফি। তাই নাকি প্রচণ্ড ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এ অভিনেত্রী সেই সময় থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, নিজ ধর্মের কোনো পুরুষকে তিনি বিয়ে করবেন না। উরফি আরও যুক্তি দিয়েছেন, ‘আমার মা খুবই ধার্মিক। কিন্তু আমাদের উপর জোর করে কোনো ধর্মীয় ভাবনা চাপিয়ে দেননি।’ পাশাপাশি নিজের ধর্ম প্রতি পদক্ষেপে তার সঙ্গে এতটাই বিরোধিতা করেছে যে তিনি আস্থা হারিয়েছেন। তাই শান্তির খোঁজে ও গভীর জ্ঞান অর্জনের জন্য গীতাপাঠ করছেন।

এমএমএফ/এএসএম