মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়েরেরো প্রদেশ থেকে অপহৃত এক যাজকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সিউদাদ এ্যালটামিরানো শহর থেকে ফাদার গ্রেগোরিও লোপেজ নামে ওই যাজকের লাশ উদ্ধার করা হয়।লাশ উদ্ধারের পর যাজকরা এ ঘটনার নিন্দায় বিক্ষোভ করেছেন। ফাদার লোপেজকে সোমবার সিউদাদ এ্যালটামিরানো শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতেন তিনি। তবে তাকে হত্যার কারণ জানা যায়নি।লোপেজের এক বন্ধু স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গত সেপ্টেম্বরে ৪৩ শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার জন্য মাদক পাচার চক্র গুয়েরেরোস ইউনিডসকে অভিযুক্ত করেছিল লোপেজ। এরপরই তাকে অপহরণ করা হয়েছে। গুয়েরেরো প্রদেশে চলতি বছর মাদক সংক্রান্ত সহিংসতায় এ নিয়ে তিনজন যাজককে হত্যা করা হলো। - বিবিসি