০৬:০৫ পিএম, ০৭ জুন ২০২১, সোমবার
বিকেল হলেই দেখা মেলে শিক্ষার্থীদের। চলে আড্ডা, গান। কেউবা আবার প্রেমিক-প্রেমিকা কিংবা প্রিয়জন নিয়ে খুনসুটিতে মেতে ওঠেন। ঝুলন্ত সেতু, বাঁশের সাঁকো, ওয়াচ টাওয়ার, ছাউনিবেষ্টিত সারি সারি বসার স্থান, পাশে বোটানিকাল গার্ডেন। লেকের দুই পাশে বাহারি রঙের ফুল, ফলের গাছ...