কক্সবাজারে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৯


প্রকাশিত: ০৪:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন থেকে সাজাপ্রাপ্ত দুই আসমিসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দু রহিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে আটক করা হয়।

আটকদের মাঝে ১০ বছরের সাজাপ্রাপ্ত ভারুয়াখালী ঘোনার পাড়ার মৃত মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন (৪৫) ও দুই বছরের সাজাপ্রাপ্ত চৌচুলা মোরা এলাকার মৃত মোহাম্মদ আব্দুল গণির ছেলে আলী হোসেন (৫০) রয়েছেন।

বাকিরা হলেন, উল্টাখালী এলাকার আমির হামজার ছেলে আব্দু রহিম (৩২), আদর্শগ্রাম এলাকার মৃত ছৈয়দ নুরের ছেলে আব্দুল হামিদ (৪৫), একই এলাকার ফজলুল করিমের ছেলে জকির আলম (৩৬), আমির হামজার ছেলে জসিম উদ্দিন (২৪), মৃত ফজলুল করিমের ছেলে আমির হামজা (৫৫), উল্টাখালী এলাকার গোলাম কবিরের ছেলে ছব্বির আহমদ (৫০) ও একই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ ইসলাম (৫০)।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।