মাকে নিয়ে হিলারি কন্যার হাস্যরস (ভিডিও)
যুক্তরাষ্ট্রে হাস্যরসের জন্য বেশি জনপ্রিয় টিভি অনুষ্ঠান `স্যাটারডে নাইট লাইভ` এ এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সকে হাস্য রসাত্মকভাবে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে দেখা যায়, ডেমোক্র্যাট দলের বেশ কিছু সমর্থক ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন। এদের মধ্যে অনেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে ভালোবাসেন কিন্তু তারা ডেমোক্র্যাট প্রার্থী বার্নি স্যান্ডারসকে তাদের সমর্থন দিচ্ছেন। একজন বলেন, আমি হিলারির পররাষ্ট্র নীতিকে পছন্দ করি তবে সম্পূর্ন রূপে বার্নিকে ভালোবাসি।
এসময় হিলারি ক্নিনটনের বেশে ক্যাট ম্যাক কিনন টেবিলের ওপর শুয়ে গান গাইতে শুরু করেন। হিলারির মুখে গান শোনা যায়, আমাকে ভালোবাসো; আমি তোমাকে এ রকম করে প্রস্তুত করতে পারবো না। এরই মাঝে হিলারি ক্লিনটনের স্বামী বিল ক্লিনটনের বেশে হাজিন হন ড্যারেল হ্যামন্ড। হিলারিকে সমর্থন দেয়ার জন্য এসময় হ্যামন্ড সাদা পিয়ানো বাজাতে শুরু করেন।
পরে হিলারির কন্যা সিসিলি ঘরে প্রবেশ করেন। সিসিলি বলেন, তিনি অবশ্যই ক্লিনটনকে ভোট দেবেন। কেননা গ্লোরিয়া স্টেইনাম এবং মেডেলিন অলব্রাইট বলেছেন, এটা আমার নারীবাদী দায়িত্ব। কিন্তু কেউ একজন তাকে স্মরণ করিয়ে দেন যে, ডেমাক্র্যাট দলের দুই প্রার্থীই জেন্ডার বৈষম্য ছাড়াই সত্যিকারের নারীবাদীতার পক্ষে। এরপরই সিসিলি সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তিনি বলেন, বেশ, তাহলে আমি সত্যিই বার্নিকে ভোট দেবো।
এসআইএস/এমএস