নেইমারের ‘সিক্স প্যাক’ ফিগার


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু বেশি সাহসী পোস্ট দেন ফুটবল ক্লাব বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। খুল্লামখুল্লা ছবি আপলোড করে ভক্তদের নিয়মিত বিনোদন দেন এ ব্রাজিলিয়ান। এবার ইনস্টাগ্রামে নিজের ‘সিক্স প্যাক’ ফিগারের ছবি আপলোড করেছেন তিনি।

২৪ বছর বয়সী এ তারকা নিজের ‘সিক্স প্যাক’ ফিগারের ছবিতে শুধুমাত্র একটি তোয়ালে জড়িয়ে ছিলেন। আর তা পরে আয়নার সামনে সেলফি তোলেন এ তারকা। যদিও ছবিতে কোনো ক্যাপশন দেননি এ ব্রাজিলিয়ান।

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত খেলে চলেছেন নেইমার। ৩১ ম্যাচে ইতোমধ্যেই ২২ গোল করেছেন তিনি। আর তার দল বার্সেলোনা গত মৌসুমে পাঁচটি শিরোপা জয়ের পর এবারও দারুণ সময় কাটাচ্ছে। সর্বশেষ গত অক্টোবরে সেভিয়ার বিপক্ষে হারের পর ৩১ ম্যাচ অপরাজিত রয়েছে নেইমারের দল।

আরটি/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।