কক্সবাজারে হোটেল থেকে পড়ে নারী পর্যটকের মৃত্যু
কক্সবাজার সৈকত তীরের তারকা হোটেল দি কক্স টুডের চারতলা থেকে পড়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম সোনিয়া (২৫)। এ ঘটনায় পুলিশ তার সঙ্গে থাকা এক যুবককে আটক করেছে। আটকের নাম সুদীপ রায় (২৮)। তিনি ঢাকা ওয়ারীর রেংকিং স্ট্রিটের পরিতোষ রায়ের ছেলে।
হোটেল কর্তৃপক্ষের দেয়া খবরে পুলিশ নিহত নারী পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ নিহত পর্যটকের পূর্ণাঙ্গ পরিচয় দিতে অসম্মতি জানিয়েছেন। তাই নিহত পর্যটক কোথা থেকে এবং কখন এসেছেন তার বিস্তারিত জানা সম্ভব না হলেও এসআই আবদুর রহিম জানিয়েছেন, আটক যুবকের কাছ থেকে নিহত নারীর নাম সোনিয়া বলে জানা গেছে। তিনি বরগুনা জেলার বলে জানতে পারায় ছবিসহ বরগুনা সদর থানায় মেসেজ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমাদের ধারণা কোন কারণে সোনিয়া হোটেল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার ময়নাতদন্ত করা হবে। এরপর হয়তো বিষয়টি আরো পরিষ্কার হবে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, পর্যটক সোনিয়া নিহতের ঘটনা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার সঙ্গে আসা সুদীপকে আটক করে থানায় নিয়ে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
কক্সবাজারের খ্যাতনামা একটি তারকা হোটেলের রিজারভেশন ও পাবলিক রিলেশন বিভাগে দায়িত্ব পালন করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কক্সবাজারের তারকা হোটেলগুলোতে কক্ষে অবস্থান করা নারী-পুরুষদের মাঝে রুম এন্ট্রির সময় শুধু পুরুষের নাম লিপিবদ্ধ করা হয়। তাই অনেকে ক্ষেত্রে নারীর পরিচয় সনাক্ত করা কষ্টসাধ্য হয়ে পড়ে। কক্স টু-ডেতে নিহত নারী পর্যটকের ক্ষেত্রেও হয়তো এমনটি হয়েছে। তাই হোটেল কর্তৃপক্ষ তার সম্পূর্ণ পরিচয় তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন এবং গণমাধ্যমকে পরিচয় এড়িয়ে যাচ্ছেন।
সায়ীদ আলমগীর/এসএস/পিআর