খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্তকে হত্যার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের (পিবিসিপি) ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে।
পিবিসিপির অবরোধের কারণে জেলা শহর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। ফলে পাহাড়ি জেলা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়কে যান চলাচলও। এদিকে রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলোকে পুলিশ পাহারায় জেলা শহরে প্রবেশ করতে দেখা গেছে।
সকাল-সন্ধ্যা অবরোধের সমর্থনে জেলা ও উপজেলা সদরে অবরোধ সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। তিন দিন সরকারি ছুটি থাকার পর আজ অফিস আদালত খোলা থাকার কারণে অফিসগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অবরোধের কারণে জেলা ও উপজেলার বিভিন্ন হাট-বাজারের সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।
অবরোধকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা সদরসহ উপজেলাগুলোতে পুলিশের সতর্কাবস্থা লক্ষ্য করা গেছে। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯ টায় নিখোঁজ থাকার পর আটক উপজাতীয় যুবক ধন বিকাশ ত্রিপুরার দেয়া তথ্য মতে রোববার বেলা ১১টার দিকে আলুটিলার গভীর জঙ্গল থেকে মোটরসাইকেল চালক মো.আজিজুল হাকিম শান্তর জবাই করা মরদেহ পাওয়া যায়। এ ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয়।
এসএস/পিআর