রূপগঞ্জে শেকলে বাঁধা তাঁতি উদ্ধার : নির্যাতনকারী গ্রেফতার
বকেয়া বেতন-ভাতা চাওয়ায় ১৫ দিন আটকে রেখে শেকল দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করে তাঁত বুনতে বাধ্য করা আনছারুল ইসলাম (১৪) নামে এক কিশোর জামদানি তাঁতিকে উদ্ধার করেছে পুলিশ।
এসময় নির্যাতনকারী তাঁত মালিককে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে এ ঘটনা ঘটে।
এদিকে কিশোর তাঁতিকে নির্যাতনের ঘটনায় আটক নির্যাতনকারীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে উদ্ধারকৃত আনছারুল ইসলাম মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আদালতে জবানবন্দি দেওয়ার সত্যতা স্বীকার করেছেন।
এর আগে সোমবার রাত ১০টায় পুলিশ রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকা থেকে আনছারুল ইসলামকে উদ্ধার ও ওই কারখানার মালিক আক্তার হোসেনকে (৫০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আক্তার হোসেন দক্ষিণ রূপসী এলাকার সরাফত আলীর ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই সাখাওয়াত হোসেন জানান, নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আক্তার হোসেনকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, উপজেলার দক্ষিণ রূপসী এলাকার আক্তার হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জামদানি বুনে আসছে শিশু আনছারুল ইসলাম। কয়েক মাস ধরে কোনো প্রকার বেতন-ভাতা না দেয়ায় আক্তার হোসেনকে জামদানি বুনবেন না বলে সাফ জানিয়ে দেয় আনছারুল। কিন্তু উল্টো আক্তার হোসেন ওই কিশোর তাঁতির কাছে ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পাওয়ায় ও জামদানি বুনবে না বলায় ক্ষিপ্ত হয়ে আক্তার হোসেন গত ১৫ দিন ধরে আনছারুল ইসলামকে লোহার শেকলে বেঁধে রেখে জামদানি বুঁনতে বাধ্য করেছে। এছাড়া জামদানি বুঁনতে ধীরগতি হলেই শারীরিক নির্যাতন চালানো হতো।
ঘটনার বিবরণ দিয়ে আনছারুল ইসলামের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ রূপসী এলাকা থেকে লোহার শেকলে বাঁধা অবস্থায় কিশোরটিকে উদ্ধার ও নির্যাতনকারী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।
শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি