কাউন্সিলর শাফীকে গ্রেফতারের দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম


প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর কারমাইকেল কলেজছাত্র শিবিরের সাবেক সভাপতি শাফিউর রহমার শাফির গ্রেফতারের দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মহনগর আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে মহনগর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে এ আল্টিমেটাম দেন।

এর আগে দুপুর ১২টায় একটি বিক্ষোভ মিছিল টাউন হল থেকে বের হয়ে কাচারী বাজার জিরো পয়েন্টে সমবেত হয়ে জেলা পুলিশ কার্যালয়ে প্রশেব করতে গেলে পুলিশের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে মিছিলটি পুলিশি বাধা উপক্ষো করে ভিতরে প্রবেশ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা শাফিকে গ্রেফতারে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, কারমাইকেল কলেজের অন্যতম ছাত্রলীগ নেতা হিটলার হত্যা মামলার আসামি শাফির বিরুদ্বে কোতয়ালি থানায় একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। যুদ্ধাপরাধীদের অনুসারী শিবিরের এই শীর্ষ ক্যাডার সম্প্রতি জাতীয় পার্টিতে যোগ দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছেন। শুধু তাই নয়, গত ২১ ফেব্রুয়ারি রাতে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলেন শাফি।

তাই শাফিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেন বক্তারা।

মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শাফির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা যুবলীগ সভাপতি রাশেদন্নুবী জুয়েল, মহানগর ছাত্রলীগ সভাপতি স্বাধীন, সাধারণ সম্পাদক আসিফ প্রমুখ।

জিতু কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।