ভোলার ৭ উপজেলায় ১৯১ জন চেয়ারম্যান প্রার্থী
ভোলার ৭ উপজেলার ৪৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯১ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ৩ দলীয় প্রার্থী হয়েছেন ১০৮ জন। কাগজে স্বতন্ত্র প্রার্থী ৮৩ জন হলেও প্রকৃত স্বতন্ত্র প্রার্থী এক জন। বিএনপির বিদ্রোহী প্রার্থী এক জন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৮১ জন।
জেলা নির্বাচন অফিসার মো. হেলাল উদ্দিন খান জানান, ভোলা সদরের ১০ ইউনিয়নে আ.লীগ ১০, বিএনপি ৯, ইসলামী আন্দোলন ৭, স্বতন্ত্র নামে বিদ্রাহী ২২ জন।
দৌলতখান উপজেলার ৬ ইউনিয়নে আ.লীগ ও বিএনপির ১২ জন প্রার্থী। এছাড়া স্বতন্ত্র ব্যানারে বিদ্রোহী ১২ জন।
বোরহানউদ্দিনের ৯ ইউনিয়নে আ.লীগ ৯, বিএনপি ৯ ও ইসলামি আন্দোলনের ৫ জন প্রার্থী। স্বতন্ত্র ব্যানারে বিদ্রোহী ২৬ জন।
লালমোহনের ৪ ইউনিয়নে আ.লীগ ৪, বিএনপি ৪, ইসলামি আন্দোলন ২ জন। এছাড়া আ.লীগের বিদ্রোহী ৯ ও বিএনপি ১ জন।
তজুমদ্দিনের ৩ ইউনিয়নে আ.লীগ ৩, বিএনপি ৩ ও আওয়ামী লীগের বিদ্রাহী ৪ জন।
চরফ্যাশন উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৭ জন। এর মধ্যে আ.লীগ ১০, বিএনপি ১০, ইসলামী আন্দোলন ৮। আ.লীগের বিদ্রোহী ৯ জন।
মনপুরা উপজেলার একটি ইউনিয়নে আ.লীগ বিএনপি ও ইসলামি আন্দোলনের একজন করে প্রার্থী রয়েছে।
ভোলা সদরে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী রয়েছে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নে। প্রার্থীর নাম সানজিদা হক।
তিনি অপর স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা জাহিদুল হক শুভর স্ত্রী।
অমিতাভ অপু/এমএএস/আরআইপি