ভারতীয় বিমান বাহিনীর প্রধানকে যশোরে সংবর্ধনা
ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহাকে যশোর রামকৃষ্ণ আশ্রমে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে আশ্রমটি পরিদর্শনকালে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় তিনি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজসহ উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, নড়াইল জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির বেস কমান্ডার এয়ার কমোডোর এম. শফিকুল আলম, প্রবীণ শিক্ষক তারাপদ দাস, যশোর জেলা মহিলা পরিষদের সভাপতি তন্দ্র ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে থাকা যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন জানান, রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের বিমান বাহিনীর প্রধান অরূপ রাহা ও তার সহধর্মিনী লিলি রাহা। বিকেল সাড়ে ৩টার দিকে তারা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনে আসলে আশ্রমের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শৈশবের স্মৃতিচারণ করে অরূপ রাহা বলেন, যশোরের সঙ্গে আমার আবেগের সম্পর্ক। শৈশবে এখানেই লেখাপড়া করেছি। আমি কর্মজীবনে সুযোগ পেলেই যশোরে আসবো। চাকরিতে অবসরে গেলেও যশোরে আবার আসবো।
উল্লেখ্য, ভারতের বিমান বাহিনীর প্রধান অরূপ রাহার জন্মস্থান যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট জাফরপুর গ্রামে। স্থানীয় জাফরপুর রাজঘাট মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি।
মিলন রহমান/এআরএ/আরআইপি