আজকের এই দিনে : ২৪ ফেব্রুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:২০ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

১৩০৪ খ্রিস্টাব্দের  এই দিনে বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার জন্ম।

১৪৮৩খ্রিস্টাব্দের এই দিনে মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জন্মগ্রহণ করেন।

১৭৮৬ খ্রিস্টাব্দের  এই দিনে লর্ড কর্নওয়ালিশ ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত।

১৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান লেখক ভিলহেল্ম গ্রিম এর জন্ম।

১৮১০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিসের মৃত্যু।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে রুশ গণিতবিদ নিকোলাই আইভানোভিচ লবাচেভস্কি মারা যান।

১৮৭৬খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন হতে চালু।

১৮৯১ খ্রিস্টাব্দের  এই দিনে ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু।

১৮৯২ খ্রিস্টাব্দের  এই দিনে রুশ লেখক কনস্তানতিন ফেদিনের জন্ম।

১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে বার্তা সংস্থা রয়টারের প্রতিষ্ঠাতা পল জুলিয়াস ফন রয়টার মৃত্যুবরণ করেন।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে এস্তোনিয়া।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু।

১৯৩৯ খ্রিস্টাব্দের  এই দিনে বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ।

১৯৩৯খ্রিস্টাব্দের এই দিনে আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ের যুদ্ধ ঘোষণা।

১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড় ডেনিস ল এর জন্ম।

১৯৪৩ খ্রিস্টাব্দের  এই দিনে বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসন এর জন্ম।

১৯৪৮খ্রিস্টাব্দের এই দিনে লুই ফিলিপের ফ্রান্সের সিংহাসন ত্যাগ।

১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।

১৯৫৫ খ্রিস্টাব্দের  এই দিনে অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস জন্মগ্রহণ করেন।

১৯৬৩ খ্রিস্টাব্দের  এই দিনে জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত।

১৯৬৬খ্রিস্টাব্দের এই দিনে ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশকে ফিলিপাইনের স্বীকৃতি দান।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হয়।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের  এই দিনে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।

১৯৯৩ খ্রিস্টাব্দের  এই দিনে ইংরেজ ফুটবল খেলোয়াড় ববি মুর এর মৃত্যু।

১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দ’শ লোকের মৃত্যু।

১৯৯৯ খ্রিস্টাব্দের  এই দিনে বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফ মৃত্যুবরণ করেন।

২০০১খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী ক্লদ শ্যানন এর মুত্যু।

এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।