ধলেশ্বরীতে ট্রলারডুবি : ৪ জনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের ইউনিয়নের ধলেশ্বরীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৬ জন শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুইজন শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মো. তালেব (৩৫) ও রাত সাড়ে ৭টায় নেজাব ওরফে নিজামের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এর কিছুক্ষণ পর সুজন ও শাহীনেরও মরদেহ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত শরীফুল ও সুজব নিখোঁজ রয়েছেন। তাদের সকলের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
এর আগে দুপুর ২টায় সদর উপজেলার আলীরটেকের পুরাতন গোগনগর এলাকায় ওই ট্রলারডুবির ঘটনা ঘটে।
সবাই মাটিবাহি ট্রলারের শ্রমিক। এসময় আর ট্রলারে থাকা আরো ২৪ জন শ্রমিক সাঁতার কেটে তীরে উঠে আসেন।
এমএএস/এবিএস