ইউপি নির্বাচন : হাকিমপুর ও ঘোড়াঘাটে মনোনীত প্রার্থী যারা


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬৮ জন প্রার্থী এবং হাকিমপুর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত মহিলা আসনে ৪৬ জন ও সাধারণ সদস্য পদে ১১৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যার পদে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন মো. মাহফুজার রহমান, আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে লড়বেন মো. সদের আলী, জাতীয় পার্টির পক্ষে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন মো. রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন প্রধান এবং বিএনপি নেতা মো. আফজাল হোসেন।

এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৬ জন এবং সাধারণ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪৬।

পালশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যার পদে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে লড়বেন বর্তমান চেয়ারম্যান কাজী মাকসুদুর রহমান চৌধুরী, বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন একেএম মনিরুজ্জামান, জাতীয় পার্টির পক্ষে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন মামুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম প্রধান এবং জামায়াত নেতা মো. আজিজার রহমান। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৩ জন এবং সাধারণ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩৯।

সিংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যার পদে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে লড়বেন মো. আব্দুল মান্নান, বিএনপির পক্ষে ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, জাতীয় পার্টির পক্ষে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন মনজু মিয়া মোল্লা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মো. মজিবর রহমান প্রধান ও জামায়াত নেতা মো. সাজ্জাদ হোসেন। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৮ জন এবং সাধারণ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪৫।

ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে লড়বেন মো. আসাদুজ্জামান ভূট্টো, বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, জাতীয় পার্টির পক্ষে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন হায়দার আলী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন রাজিয়া সুলতানা, মাহাবুবুর রহমান, মো. জাহাঙ্গীর কবির, একেএম মো. আব্দুল জলিল মণ্ডল, আওয়ামী লীগ নেতা মো. আনারুল ইসলাম, জামায়াত নেতা মো. আফজাল হোসেন মাহমুদ। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১১ জন এবং সাধারণ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩৮।

হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যার পদে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে লড়বেন মোখলেছুর রহমান, বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন আব্দুল মালেক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন রবিউল ইসলাম হেলাল।

আলীহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যার পদে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে লড়বেন গোলাম রসুল বাবু, বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন এমদাদুল হক, জাতীয় পার্টির পক্ষে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন লোকমান হোসেন, স্বতন্ত্র রয়েছেন সাইদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মোখলেছুর রহমান।

বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যার পদে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে লড়বেন শাহাদৎ হোসেন শাদো, বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন মেফতাহুল জান্নাত এবং স্বতন্ত্রতে রয়েছেন আশরাফুল আলম, তোজাম্মেল হক, ইসমাইল হোসেন, ছদরুল ইসলাম, ইউনুছ আলী ও আসাদুজ্জামান সরকার।

স্বতন্ত্রদের মধ্যে বিএনপি-৪, আওয়ামীলীগ-২, জাতীয়পার্টি’র-১ জন বিদ্রোহী রয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২২ মার্চ এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনু্ষ্ঠিত হবে।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।