সাভারে ইয়াবাসহ এক ব্যক্তি আটক
সাভারে এক হাজার ইয়াবাসহ মকবুল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ট্যাক্সিষ্ট্যান্ড থেকে তাকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিতিত্বে মকবুল হোসেনকে এক হাজার পিচ ইয়াবাসহ আটক করা হয় । বর্তমানে তাকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এক হাজার পিচ ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। সন্ধ্যায় সাভার মডেল থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হবে।
আল-মামুন/এআরএস/এবিএস