রাজধানীতে ছাত্রী হেনস্তার অভিযোগে যুবক আটক


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৬ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

রাজধানীর ফার্মগেট এলাকায় মেডিকেল কলেজের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগে মুন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
 
শনিবার সকালের এ ঘটনা ঘটে। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ছাত্রী টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
 
শেরে বাংলা নগর থানা পুলিশ সূত্র জানায়, ওই ছাত্রী সকালে টাঙ্গাইল থেকে ফার্মগেট এলাকায় বাস থেকে নামেন। বাসায় যাওয়ার পথে তেজগাঁও কলেজের সামনে চারজন যুবক তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে ওই যুবকরা মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রতিবাদ জানালে যুবকরা মেয়েটির পিছু নেয়। পরে রিকশায় উঠলেও পেছন থেকে তাকে টেনে ধরার চেষ্টা করে দুজন।
 
মানিক মিয়া অ্যাভিনিউয়ে এলাকায় শেরে বাংলা নগর থানার কর্তব্যরত এসআই সাইফুল ইসলামকে দেখতে পেয়ে অভিযোগ করে ওই ছাত্রী। পরে ধাওয়া দিয়ে মুন নামের এক যুবককে আটক করে পুলিশ।
 
জিজ্ঞাসাবাদের জন্য মুনকে থানায় নেয়া হয়েছে। থানা পুলিশ সূত্র জানায়, মুন তেজগাঁও কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র।
 
এ ব্যাপারে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস (জিজি বিশ্বাস) জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 
জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।