খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেকৃবিতে খাবার বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:০২ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেকৃবিতে খাবার বিতরণ/ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও ডাইনিং বয়দের মাঝে খাবার বিতরণ করেছেন শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সামনে এই খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে আমাদের এই কর্মসূচি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারেন।

সাইদ আহম্মদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।