করোনাভাইরাস : সচেতনতায় ছাত্রলীগ কর্মীর মাস্ক ও লিফলেট বিতরণ
মঙ্গলবার বিকেল ৩টা। রাজধানীর নিউমার্কেট এলাকায় এক যুবককে দেখা গেল সাধারণ পথচারী আর দোকানিদের মাঝে মাস্ক বিতরণ করছেন, সেই সাথে হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন। পথচারীরা অনেকেই দাঁড়িয়ে দেখছেন, আবার কেউ পাশ দিয়ে চলে যাচ্ছেন। এই প্রতিবেদক সেখানে গিয়ে জানতে চাইলে নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দেন ওই যুবক। নাম জানান আবীর হাসান আকাশ। আকাশের বিলি করা লিফলেটে লেখা 'আসুন করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হই', লক্ষণ, কীভাবে ছড়ায় ও প্রতিরোধ।
আকাশ জানান, তিনি ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। এছাড়া মাদক নির্মূল শক্তি ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজধানীর নীলক্ষেত, সাইন্সল্যাব, আজিমপুর কলোনি, ঢাকা কলেজ এলাকায় দুশ’র বেশি লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যেকোনো মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব।
নিজে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত উল্লেখ করে তিনি বলেন, এর আগে যখন ঢাকা শহরে ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিয়েছিল তখনও আমি ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করেছি। এছাড়া শীতের সময় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, রাতে মোটরসাইকেলে ঘুরে অসহায় মানুষদের মধ্যে খাবার দেওয়া, মুজিববর্ষ উপলক্ষে মানুষের মধ্যে তিনশ পতাকা বিতরণসহ এসব কাজ নিজ ইচ্ছায়ই করি।
মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা আরও এগিয়ে যাব।
এনএফ/এমএস