১৮ মার্চ থেকে বন্ধ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনা সচেতনায় শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। পাশাপাশি আবাসিক হলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে এক জরুরি সভা শেষে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ১৮ মার্চ থেকে হলগুলো বন্ধ হবে। শিক্ষার্থীদেরকে ওই দিন বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুর রহমান। তিনি বলেন, হল প্রাধ্যক্ষ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হলগুলো বন্ধ থাকবে। তবে ক্লাস পরীক্ষা এবং হল বন্ধ থাকলেও অফিস খোলা থাকবে।

এদিকে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকার বিষয়ে জানতে চাইলে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার বলেন, প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তাৎক্ষণিক জানিয়ে দেয়া হবে।

সালমান শাকিল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।