করোনা প্রতিরোধে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বরিশাল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৬ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে জরুরি সিন্ডিকেট সভায় এ ঘোষণা দেয়া হয়। বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এজন্য আগামীকাল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় ও হল। এ সময় কেউ হলে অবস্থান করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চালু থাকবে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।